বন্ধুত্বের আবদার
✍ সোমনাথ প্রামানিক
ওহে ভাই কাঠবেড়ালি,
এসো না আজ আমরা একটু খেলা করি।
ওরে বেঁজি তুই তো বড্ড হোলি পাঁজি,
আমি তোর বন্ধু কেমন করে সাজি !
এমন বোলোনা বড়ভাই
আজ না হয় বন্ধু হয়েই খেলে যাই ।
তোর তো ভারী স্পর্ধা,
তুই কথার ছলে বানাস আমায় তোর বড়দা!
শুনেছি গাছেই তোমার বাসা,
বাঃ থাকো তুমিতো বেশ খাসা।
তোর তো মাটিতেই বাস,
ইঁদুর ব্যাঙ আরো কত কি না ধরে খাস!
তুমি ফল পোকা মাকড়ি খাও,
তবু আমার দোস্ত হয়েই যাও।
তুই কথাই জাদু করিস,
বার বার কেন বন্ধু বলে মরিস ?
আহা চোটছো কেন ভাই,
আজ না হয় একটু বন্ধু হয়েই যাই।
তোকে দেখে ভয় করে,
শুনেছি তোর কামড়েও বিষ ঝড়ে!
না না না ভয় পেয়ে কাজ নেই,
সে তো শুধু কথার কথাতেই।
তবুও যেন ভয় করে,
কত সাপ যে -তোর কামড়ে মরে!
সর্প শত্রু আমার,
জানো এ কারো নয়- এ রচনা যে বিধাতার।
কেমনে করি তোরে বিশ্বাস,
যতই দিস না তুই আমায় আশ্বাস।
আমি তিন সত্যি করি,
যতই তুমি করোনা আমায় তুই তুকারী।
নেউল তুমি আমায় ক্ষমা করো,
তুমি চাও যত দিন বন্ধু থাকতে পারো।
–~০০০XX০০০~–