নাভিপদ্ম
✍ পৌলমী দে পুরকাইত
তুমি আসবে বলে
কিছু দিন আর রাত চলে গেছে
আমার ভেতর থেকে তোমার দিকে
ফিরে আসবে বলেছিলে
তাই বহুদিন সে পথে আলো দেখিনি
তুমি আসবে বলে
সে পথ আজ আলোয় সেজেছে
বৃষ্টি ধুয়েছে পথের ধুলো
আলোকিত কবিতাদের চিঠি নিয়ে
আমার ব্যালকনিতে অপেক্ষারত
হাস্নুহানার সুগন্ধ
তুমি কি আসবে ফাল্গুনী?
কোথাও তো কিছু থাকে না
শুধু অপেক্ষারা রয়ে যায় কথার ফাঁকে
নিত্য বয়ে চলা সময়ের ধারায়
আর
কিছু উজাড় হয়ে যাওয়া আকাঙ্ক্ষার মাঝে।
–~০০০XX০০০~–