অবুঝ মন
✍ মৃনাল কান্তি বাগচী
যাকে চিরবিদায় জানিয়েছো আঁখি নীরে
তাকে আরতো শত চেষ্টা করেও পাবেনা ফিরে।
অথচ তারি কথা বারে বারে মনে পড়ে
সেতো আছে মনের মাঝে স্মৃতির সাগরে।
এ ধরায় যা ঘটার তাই ঘটে,কিছুই থাকেনা করার,
জীবন যে পদ্ম পাতায় জলের মত, যে কোন সময় চলে যেতে হয় পরপার।
মানব জীবনে মৃত্যু শাশ্বত ও চিরন্তন
তাকে কিছুতেই এড়ানো যায়না, নিয়তির সময় হলে ঘটে তার আগমন।
তবুও কেন আপনজনদের চির বিদায়ে এতো দুঃখ বেদনা?
মায়ার বাঁধন যে বড়ই ঠুনকো,মন কেন তা বোঝেনা?
জগতে মায়ার খেলায়,মন হারিয়ে যায় গোলক ধাঁধায়,
দুঃখ পেলে,সে খেলায় মনকে বড়ই কাঁদায়।
মন যতই বুঝুক মৃত্যু জীবনে অবশ্যম্ভাবী,
তবুও আপনজনের বিদায়ের শূন্যতায় এতো কেন বিষন্নতার ছবি?
হয়তো এসবই অলীক মায়া মমতার হৃদয়ের বাঁধন,
তাই কিছুতেই বোঝেনা আমাদের এই অবুঝ মন।।।
–~০০০XX০০০~–