মন পিয়াসে
✍ লিপি সেনগুপ্ত
— যেতেই হবে! কোথায় যাবে?
এই বুঝি সেই সময় যাওয়ার!
শিমুল তুলো উড়েছিল
অনেকখানি আগুন ছিল
ভিতর দেশে….
— নিরুদ্দেশে
— আমায় আগে বলেছিলে ?
কি জানি সেই কতক স্মৃতি
আকাশ থেকে আলোক দ্যুতি
এক নিমেষে পড়ল এসে,
সেই যেদিনে….
— সব চুরমার
—কেমন করে?
যেমন করে আলগা হাতে
খোঁপা তোমার বেঁধেছিলে
আলতো ছুঁতেই সব একাকার!
নাই বা গেলে
শিমুল তুলো উড়েছিল
বুকের আমার আগুন ছিল
খুব গোপনে
— সর্বনেশে
—কে বললে?
সর্বনাশী ফাগুন জানে
দিঘির জলে ছায়ার মত
আজও আছো মন পিয়াসে …
নাই বা গেলে!
–~০০০XX০০০~–