বসন্তের আঁকিবুকি
✍ অনিমেষ
দাগ কেটেছি খাতার পাতায়
আঁকিবুকি হাজার রকম
মানুষের মুখ রসগোল্লা
হাত পা গুলো কাঠির মতন।
সে সব ছিল ছেলেবেলা
আজও আবার নতুন করে
আঁকড়ে ধরে খাতার পাতা
এঁকে যেতে ইচ্ছে করে।
গড়ের মাঠে সোনালী রোদ
ময়দানের ঐ গাছের তলা
ভালো লাগার তুলির আঁচড়
মনের পাতায় দাগিয়ে চলা।
হাতছানি দেয় রুদ্র পলাশ
আমের গাছে বোল ধরেছে
দখিন হাওয়া হলো মুখর
কৃষ্ণচূড়ায় পথ ঢেকেছে।
–~০০০XX০০০~–