পদস্থ একা আমি! সকলের জুতো দামী!
✍ প্রেমাঙ্কুর মালাকার
দাঠাকুর ছিলো, বেতার কেন্দ্রে
সভায় নিমন্ত্রিত ;
যথারীতি তিনি, নগ্নপদেই
সে সভায় উপনীত!
দাদাঠাকুরকে, কেউ গিয়ে বলে,
উদ্যোক্তার মাঝে-
“এখানে আপনি, অবারিত দ্বার
যেমন তেমন সাজে!”
“কিন্তু সভায় এত পদস্থ!
কি ভাববে দেখে তাঁরা?”
দাঠাকুর বলে,”পদস্থ কই?
জুতোস্থ দেখি সারা!”
“ভালো করেদেখো,আছেপরিধানে
সকলের জুতো দামী!”
“পদস্থ কেউ আছে কি সভায়?
শুধু একা আছি আমি!”
–~০০০XX০০০~–