নামপ্রত্যাশী মানুষ
✍ ডঃ রতনশ্রী ভিক্ষু
তুমি মুল্যহীন একজন মানুষ
তাই তোমার কাছে মুল্যায়ন প্রয়োজন।
তোমার অর্থ আছে, বিত্ত আছে
কিন্তু শিক্ষা নেই,
বিদ্যাহীন মানুষ এ পার্থিব সংসারে অচল
তুমি কথা বলতে শেখনি,
অর্থহীন, জ্ঞানহীন বাক্য ভাষণ কর
ফলে মানুষ তোমাকে মান্য করেনা
তুমি তো বুঝতে পার না
তোমার যে গ্রহণ যোগ্যতাই নেই
তাই তোমাকে সকলে এড়িয়ে চলে।
একদিন তুমি একজন শিক্ষিত মানুষকে
কটুকথা বলেছ,গালমন্দ করেছ
তাতে তিনি অসন্তুষ্ঠ হয়েছে
তোমার সেটা বোঝা উচিত ছিল
কিন্তু তুমি বোঝনি,কারণ তুমি যে অশিক্ষিত।
এমন অনেক মানুষ আছে
যারা নিজেকে বড্ড বড় মনে করে,
তারা জানে না যে তারা একরকম গবেট।
মাথায় কিছু যখন থাকে না সে কি আর
অপরকে চালনা করতে পারে!
কিন্তু পার্থিব সমাজ এরূপ গবেটকেই চায়।
তারা অর্থ দিয়ে নাম কিনতে চায়,
সমাজ তাদের সম্মান করে,
তাদের উচু আসনে বসায়
পুন ধনলাভের আশায়
অথচ তা অথৈ জলে নিমজ্জিত।
–~০০০XX০০০~–