আশা -০২
✍ মৃনাল কান্তি বাগচী
আশায় আশায় থাকে মন
যদি কখনো হয় তা পূরণ।
জীবনের ধর্ম হলো নিত্যনতুন আশার স্বপন দেখা,
কখন সেই আশা পূরণ হবে, সেই আশায় বেঁচে থাকা।
আশা পূরণ না হয়ে,কত আশা হয় দুরাশা,
তবুও আশার শেষ নাহি হয়,জাগে প্রানে নতুন আশা।
আশা আছে তাই, আছে জীবনের প্রবাহ,
আশা না থাকলে, প্রানহীন মনে হবে মানব দেহ।
আশা পূরণে জীবন হয় সার্থক,
তাইতো আশা নয় কখনো নিরর্থক।
নিত্য নতুন আশা নিয়ে বাঁচুক সবাই,
আশা ছাড়া বাঁচার আর কোন উপায় নাই।।।
–~০০০XX০০০~–