আলোকচারী
✍ চন্দ্রাণী গোস্বামী
তোমার ভেনিসের বাড়ির ঠিকানাটা দেবে…!
যদিও একটা বাড়ি রোজ ভেজে
পাঞ্চেত ড্যামের ধারে, এলাচ রঙের রহস্য
হারিয়ে গেছে তার জানালা দরোজার…
কথা ছিল তিতলিগড় বার্ড স্যানচুয়ারিতে
নতুন পাখি ধরা দিলে
সারাটা রাত মেঘ করবে ছাদের কার্নিশে
আন্তর্জাতিক পাসপোর্ট ভিসা পেলে
কাছের ল্যাম্পপোস্টটা ঝাপসা হয়ে ওঠে…
সারারাত মিউমিউ করে কাঁদে জনার্দনবুড়োর
পোষা বেড়াল, দূরে নিঝুম ঝিঁঝিপোকা দেখে
কেউবা কান খাড়া করে শোনে আকাশ কুসুম
ফ্রাঙ্কফুটে এবছর জাঁকিয়ে শীত…
বাসা বদল হলো বুঝি!
বেতসবনের শিরশিরে বাতাস এবারও
চিহড়লতার মতো আঁকড়ে রাখে ভীষণ শ্রাবণ
যাহোক ঠিকানাটা দিও
অল্প অল্প করে পাঠিয়ে দেব
শিশিরগন্ধী সেই সব রাত আর আমাদের অসুখ কুসুম।
–~০০০XX০০০~–