আকর্ষ
✍ শিল্পী মিত্র হাতি
ও জন্ম নেবে জানতাম,
তাইতো আলতো ছোঁয়ায় মাটিতে বীজ রুইলাম..
প্রকৃতি সহায় হলো,
মাটির বাধা সরে গেলো।
সে প্রাণ পেলো,
উঠলো,
জাগলো,
মাথা তুললো।
মুঠি করা দুটো ঘুমন্ত পাতা,
চোখ মেলে চাইলো।
ক্রমশ আরেকটি, আরেকটি..
পাতার সংখ্যা বাড়লো…
কিন্তু দুর্বল কাণ্ড অসহায়..
সহায় হল আকর্ষ..
কুঞ্চিত নরম সবুজ ডগাগুলো পাশের লাঠিটাকে জড়িয়ে ধরলো।
এরপর আর পায় কে?
দেখ কেমন তরতরিয়ে মাচা ভরালো…
তুমি আমার আকর্ষ হবে???
–~০০০XX০০০~–