প্রণমি বাংলা
✍সোমনাথ প্রামানিক
অবজ্ঞার চোখে দেখো না আমায় – ওহে বিশ্ববাসী,
আমি বাঙালি, আমি যে বাংলা ভাষী ।
হাজার ভাষার সমুদ্রে আমি আজ অজ্ঞাত নোই,
আমার সঙ্গে আছে আজ – উৎকৃষ্ট সব সই।
নোবেলের সীলমোহর স্বীকৃতী দিয়েছে এ ধরা,
পারবে না বলতে কেহ আর সর্বহারা।
সহস্র পরীক্ষা নিয়েছো, করেছো মোদের শাসন,
ছিনিয়ে নিতে পারোনি তবু ভাষার রাজসিংহাসন।
মোগল পাঠান তুর্কি, শেষে এসে ছিল ঐ গোরা,
ছিলাম, আছি, থাকবো, কিছুতেই পারেনি হারাতে
ওরা ।
লুণ্ঠিত অসংখ্য বঙ্গ নারি, কুৎসিত ঐ কর্ম যাদের,
উত্থিত শিরে এ জাতি পরাজিত করেছে তাদের।
লড়াই করেছি – মরেছি এক মুঠো না খেয়ে অন্ন,
সম্মানিত হলাম তবু, সালটা ছিল উনিশশত বাহান্ন।
জয় হোক সেই রত্ন গর্ভা, জন্ম দিয়েছেন কত রত্ন,
যাদের বলিদানে সফল হয়েছে এ বাঙালির স্বপ্ন।
প্রনোমিনু সেই চরণ যুগলে, যারা বাংলার কান্ডারী,
মাতৃ ভাষারে বিজিত করেছে সয়েছে হুঁশিয়ারি।
জগৎ মাঝে বাজিয়ে ডঙ্কা, বলে দি নির্ভয় মনে,
বাংলা ভাষার বিজয় পতাকা – নয় সে কিছু কমে ।
–~০০০XX০০০~–