“দানবের সভাকক্ষ”
✍ শিব প্রসাদ হালদার
সুসজ্জিত সভাকক্ষ
ছিল যারা আমন্ত্রিত
তারা সব উপবিষ্ট-কেউ নয় অতিষ্ঠ ;
আগত সবাই আনন্দিত -ওরা সন্তুষ্ট।
সবাই একাত্মা-অভিন্ন
সভাকক্ষ পরিপূর্ণ -একটুও নয় খালি
হঠাৎ হ’ল বিকট করতালি।
ছিল যা নিন্দার ধিক্কার -তাই পেল পুরষ্কার।
পুষ্পস্তবক হাতে সে গর্বিত -সে উৎফুল্ল
ঘোষণা হ’ল-সে নাকি দেবতাতুল্য!
হ’ল পুষ্পাঞ্জলি-কি অদ্ভুত নিপুনতা
অপাত্রে হ’ল সম্মানের জলাঞ্জলি!
এ কোথায় এলাম?
সভ্যতার অন্তরালে একি চরম দুর্নাম
এতো কাগজের দেওয়ালে মজবুত চুনকাম।
যেন সার্থক দুরাশা -এ কেমন তামাশা?
একি বিচিত্র মায়াজাল –
সমাজের একি শোচনীয় হাল!
মৃত নয়-সভাকক্ষে নড়াচড়া মানুষগুলো
যেন সব অভিভূত ;
তবে কি এরা বিকিয়েছ আত্মসম্মান –
হয়েছে দানবের কাছে বশীভূত?
–~০০০XX০০০~–