একুশে ফেব্রুয়ারি
✍ রণজিৎ মন্ডল
আজ রক্ত মাখা বাঙ্গালী
শহিদের একুশে ফেব্রুয়ারি,
বছর ঘুরিয়া প্রতিবার আসে
সেদিনের শহিদের অশ্রু ভাসে,
বাংলার ঘরে বাঙ্গালীর তরে
বাংলা মায়ের অঞ্চল ধরি
তাদেরই প্রণাম করি।
শুধিতে পারিব না জানি সেই ঋণ,
যত দিন যাবে বাড়িবে সে ঋণ
যত চলিবে অত্যাচারির বাংলায়
হানাদারি।
এই বাংলার মাটি বাংলার জল,
মাঠভরা দেখি সোনার ফসল,
পাহাড় নদীর ধ্বনি কলকল্
শুনিতে শুনিতে মরিতে পারি।
যে ভাষায় মাকে মা বলে ডাকি,
যে মায়ের ছবি সদা মনে রাখি,
সেই বাংলা মাকে ছিন্ন করিতে
আজও হানা দেয় দুস্কৃতকারি,
বাংলাকে চিনে রাখো ভালো করি,
মরিব তবু সহিব না কোন দুস্কৃতকারির
হানাদারি।
বাংলা শুধু বাংলার নয়,
বিশ্বকে মোরা করিয়াছি জয়,
এই বাংলার বীর শহিদের রক্ত
আজও ফুটিছে টগবগ করি।
একুশে ফেব্রুয়ারি, তোমারে
প্রণাম করি, বাংলা ভাষার জনক
জননী রহিবে শির উন্নত করি।
তোমায় প্রণাম করি একুশে
ফেব্রুয়ারি।
–~০০০XX০০০~–