অভিমান
✍মধুমিতা বসু সরকার
তৃষ্ণার্ত করেছ তুমি প্রয়োগ কৌশলে –
এতটুকু জলে কি তৃপ্ত হয় মন
সব জুড়ে এত হুতাশন –
তোমার কার্পন্য আমি অবগত ছিলাম
এখন বসন্ত এলে প্রশ্ন করি
কেন যে তোমাকেই এত ভালোবাসলাম!
সচেতন! সে ত মনই হয় –
সুতীব্র দহন নির্মম এতো সবই পোড়ায় –
এ শরীর নশ্বর –
কিন্তু মন?
অভিমানী বড় – পেলব কোনও পাতার মতো –
রয়ে যাবে চিরকাল আনুগত্য মেনে –
তুমি ভালবাসবে যতো –
–~০০০XX০০০~–