শুধু একটা কথা
✍ শ্রী সেনগুপ্ত
একটাই তো কথা ছিল তোমার সাথে
সে কথা বলব বলেই গুছিয়ে বসেছি বার বার।
মেঘ এসে আড়াল করেছে তীব্র রোদ
পাখি তার ডানায় লিখে এনেছে কত কি কাব্য গাথা
তবু বলা হলনা।
আজো ইঁট চাপা হলুদ ঘাসেদের সাথে সখ্যতা তার।
বলব বলে পৃথিবীর সমস্ত প্রান্তর ঘুরে এসে ছুঁয়েছি সেই না বলা কথার প্রান্ত ভাগ টুকু
বলা যায় ছুঁতে চেয়েছি শত কোটি বার।
গরম চায়ের ধোঁয়া ওঠা কাপের ছবিতে পাঠিয়েছি লাল রঙ,
উড়ে যাওয়া প্লেনের শব্দ বন্দি করে শোনাতে চেয়েছি চলে যাওয়ার বিরহী সুর।
আরো কত কি বলেছি বলতে চেয়েছি কত শত ফুল ফল পাতাদের বিকশিত হওয়ার মাঝে।
শুধু ওই একটা কথা বলা হয়নি আজো।
পাঁজরের ফাঁকে বাসাবন্দি হয়ে থাকা
ওই একটাই কথা……
ফেরিওয়ালা হতে চাই জন্মান্তরে শুধু ওই কথাটুকু নিয়ে তোমার দুয়ারে যাব বলে।।
–~০০০XX০০০~–