ভালো থেকো ভালোবাসা
✍ তুলিকা দত্ত
আজ সাঁঝবেলাতে বইছে কেমন অনিকেত হাওয়া
আজ বিজন ঘরে মেঘলা মনে বৈতরণী বাওয়া।
আজ হাজার হাজার সুরের জাহাজ ভাসছে সমুদ্দুরে।
আজ কাকে আমি পত্র লিখি জোছনার আকরে
কিছু কিছু অনুভূতি আজ মন কোটরে রাখি
মেঘে ঢাকা আকাশেতে চাঁদ ভাসা বাকি।
কিছু জীবন তুষ হয়ে ছাইচাপা আগুনে নিঃশেষ।
কিছু প্রেম মোম হলে গলে গলে অবশেষ।
কিছু সম্পর্ক নাম গোত্রহীন আঁকড়া আঁকড়ি তুমি আমি কে বা কার?
কিছু ভালোবাসা চাঁদ ডুবে যাওয়া ঝিনুকের খোলে লবণের সংসার।
সবাই তো গেলো চলে রেখে গেলো বেহিসাবী ক্ষত
জলের ও কিন্তু তৃষ্ণা বড় একলা একলা অপেক্ষারত।
তবু লিখি ভালো থেকো ভালোবাসা,নীল খাম, স্পনীল দিন
অগোচরে জমলো জেনো মুঠো মুঠো এক তরফা ক্ষণ।
–~০০০XX০০০~–