দুঃখের রাতি
✍ কিশোর বিশ্বাস
বাহির থেকে দেখলে আমায়
ভিতর পানে চাইলে না।।
জ্বলছে সেথায় তূষের অনল
নিভবে জ্বালা এমন বাদল
কোথাও যেয়ে পেলাম না
বাহির থেকে দেখলে আমায়
ভিতর পানে চাইলে না।।
খেলতে এলে দু,দিন খেলা
মিলিয়ে দিয়ে সুখের মেলা
আর তো ফিরে আইলে না।।
বাহির থেকে দেখলে আমায়
ভিতর পানে চাইলে না।।
ভাঙল মেলা দারুণ ঝড়ে
খেলনা বাটি রইল পড়ে
সে দিক পানে চাইলে না।।
বাহির থেকে দেখলে আমায়
ভিতর পানে চাইলে না।।
ফিরে যখন আসবে না আর
তোমার স্মৃতির দুঃসহ ভার
ফিরিয়ে কেন নিলে না।।
বাহির থেকে দেখলে আমায়
ভিতর পানে চাইলে না।।
আজকে আমার দুঃখের রাতি
নিভে গেছে সকল বাতি
অশ্রু কেবল থামছে না।।
বাহির থেকে দেখলে আমায়
ভিতর পানে চাইলে না।।
–~০০০XX০০০~–