“কালীপ্রসন্ন দম রেখে বুকে-
পদবী সিংহ বলে বড়ো মুখে!”
✍প্রেমাঙ্কুর মালাকার
কালীপ্রসন্ন সহপাঠীদের
মারতোনা কিল চড়;
শুধু মাঝে মাঝে ঘাড়ে গর্দানে
মেরে দিতো থাপ্পড়!
ছাত্রেরা সব দলবেঁধে করে
শিক্ষকে অভিযোগ ;
ভেবে খুশি হয়, এবার কালীর
শিরে নাচে দুর্ভোগ!
কালীপ্রসন্ন ঘাবড়ে না গিয়ে
খুব দম রেখে বুকে-
“পদবী সিংহ জাত্যভিমান ”
তাই বলে বড়ো মুখে!
কালীপ্রসন্ন সকলের প্রিয়
রসিক বিলক্ষণ –
হাসিঠাট্টায় জমিয়ে রাখতো
ওযে সকলের মন!
কৈফিয়তেই বললো, “সিংহ
মোটে নই গোবা-হাবা;
প্রমাণ দিতেই ঘাড়ে গর্দানে
চালাই সিংহ-থাবা!”
–~০০০XX০০০~–