এ বড় সুখের দিন হে !
✍ মৌসুমী ঘোষাল চৌধুরী
আজ বড় সুখের দিন ,
কবিতার বসন হারিয়ে
ভোরের দিকে তাকিয়ে
দেখি , গোটা অপেক্ষা ছিল
কাচ বৃষ্টির ফোটায় ।
ফোটা ফোটা ,কাটা দাগে
শুধুই নোনতা রক্ত স্বাদ ,রাতের কাজল কালো মেঘে ।
বৃষ্টিতে ভিজুক ওরা , ভিজছে
নতুন নতুন কবিতার চারাগাছ
ফুল ফুটবে আগামী রক্ত প্রবাল ।
নুন হাতে দেখি ,ভালোবাসায় ফেরার জন্য
আর কোনো ফেব্রুয়ারী বাহানা
করবে না ,
আমার বারান্দায় রক্ত করবী ,
স্রোতের অভিমুখে চাদর
ভেসে গেছে পান্না
কবিতারা জন্মায় নি ,অনুপায়ী জোছনায়।
ধান ফিরিয়ে আনল ,
যে পথে মৃত্যু বলিদান ছিল ।
–~০০০XX০০০~–