// একুশ মাতৃভাষা //
✍ অনিমেষ
অতীত চিঠির একুশে কলম
অতীতের ছোঁয়া থাক,
ভালবাসা বুকে একুশ দিয়েছে
ভাষা দিবসের ডাক।
তোমার ভাষা আমার ভাষা
আজ মিশে গলাগলি,
যে ভাষা প্রথম মা চেনালো
সে ভাষায় কথা বলি।
একুশ মানে প্রাণের আবেগ
মাঝি বাউল চাষা
একুশ মানে প্রাণেরই টান
বাংলা মায়ের ভাষা।
মনের গোপন যত অনুভূতি
যে ভাষায় প্রাণ পায়,
তারই আহবানে এক মনপ্রাণে
একুশের আঙিনায়।
একুশ মানে বাঁচার শপথ
একুশ প্রাণের সাধ
সেই একুশের শিরদাঁড়া
জানে উদ্ধত প্রতিবাদ।
দিনের পিছে বছর ফুরায়
ফাগুন রঙের বেলা,
বুলেট বিদ্ধ স্মৃতির মিছিল
রক্তের হোরি খেলা।
সেদিন বুঝি ছিল বসন্ত
উড়েছিল বুঝি ফাগ,
শত চেষ্টায় যায়নি মোছা
তরুণ খুনের দাগ।
মা বোনেদের শূন্য কোলে
মাতৃভাষার দাম,
একুশ মানে তরতাজা শ্বাস
মুক্তির সংগ্রাম।
ভাইয়ের প্রাণ ছিন্ন করেছে
মাতৃভাষার বেড়ি,
ভাষা শহীদের লোহিত কণা
একুশে ফেব্রুয়ারি।
একুশ আজও তোমার আমার
একুশ বারম্বার,
উন্মুক্ত হোক মাতৃভাষা
একুশের অঙ্গীকার।
–~~০০¥¥¥০০~~–
অসাধারণ হয়েছে অনিমেষ দা।
👍👍😊😊