☆★”একুশের কন্ঠধ্বনি”★☆
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°
শিব প্রসাদ হালদার
চল যাই আজ সবাই-
খোলা আকাশের নীচে ঐ দেখা যায়
সেই পবিত্র মিনার!
যেখানে প্রবেশে নেই কোন বাধা,
নেই কোন ধর্মের ভেদাভেদ;
আজ আমরা এক জাতি-এক প্রাণ
মিলেমিশে আছি সবাই-
হিন্দু মুসলমান খ্রিস্টান——
পরিচয় একটাই-আমরা বাঙ্গালী।
মাতৃভাষা বাংলা-বাংলায় কথা বলি।
বাংলার দামাল ছেলে
সালাম রফিক বরকত জব্বারের
পাঁজর ভাঙ্গা রক্তে স্নাত,
এই সেই শহীদ মিনার;
বয়ে চলেছে বাংলার সদর্প সম্মান!
আজ অমর একুশে-
হবে এখানে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপণ!
কান পেতে যাবে শোনা তাঁদেরই পদধ্বনি;
যাঁরা অনৈক্য অশান্ত আলোড়িত আন্দোলনে-
ঝাপিয়ে পড়ে দিয়েছিল আত্ম বলিদান!
দিকে দিকে আজ হবে শুধু
তাঁদেরই জয়গান —-!!
*********************