একটি স্বতঃস্ফূর্ত প্রবাহ
———————————
সুতপা সরকার, দিল্লী—
সেই করতল চাঁদ পেড়ে আনত
অশ্বথের শাখায়
পোড়া বুকে জ্বালা ধরত হিসেবে
নিকেশের খাতায়…
বরং ফড়িঙ হয়ে পাখা মেলে দাও
ক্যালকুলাস না মিলিয়ে
খোপ কাটা নামতার উজানে নত
নাহয়ে চরাচরে নাহয় নিজেকে
বিলিয়ে
নদীর মত স্রোতে বয়ে যাওয়া
হয়তো কখনো উদ্দাম ঝড়ো হাওয়া….
নগরীর আটপৌরে জীবন থেকে ভিন্ন
বিমূর্ত কাব্য অনন্য___
কাব্যের যে আছে নিজস্ব মহাসাগর
যেখানে পরাবাস্তবে
ঘুরে যায় মোড়
সেখানে কলম আঁকে শতাব্দী অগ্রগামী একঅক্ষ
নাগরিক দৃশ্যপটে সে গার্হস্থ্য -অজ্ঞ
তবু সে কলম দুর্লভ দুর্নিবার স্পর্ধায়
প্রবাহিত করে তার সজল চরে পরম্পরায় —
–~০০০XX০০০~–