আমার একুশে
✍ পারমিতা
একুশে তুমি কেমন আছো
নতুন যুগের হাওয়ায়?
বিশ্বজনের বিশ্বমনের
গ্লোবাল চাওয়া পাওয়ায়!
একুশে তুমি কেমন আছো
শপিং মলের নেশায়,
ভুলে যাওয়া কোন একুশের ভোর
রক্তে বারুদ মেশায়?
একুশে তুমি কেমন আছো
বহুতল চাপা ঘাসে,
পলাশবিজন বসন্তদিনে
প্রেমহীন আশ্বাসে!
একুশে তুমি কেমন আছো
ভিনদেশী বাংলায়
সাজানো মঞ্চে উৎসব দিনে
‘একুশে একুশে’ খেলায়!
একুশে তুমি যেমনই থাকো
অচিন পরবাসে
একুশে আমি তোমায় খুঁজি
আমার ঘরের পাশে।
একুশে আমার কিশোরী মেয়ের
সকালবেলার হাসি
একুশে আমার বৃষ্টি ভেজা
পাকা ধানের রাশি।
একুশে আমার দোয়েল পাখি
ঝুমকো লতার ডালে
ভুল সুরে গাওয়া রবীন্দ্র গান
গুনগুন আবডালে।
একুশে আমার আর্তনাদ আর
না-বলা গোপন কথা
ছেঁড়া পাতায় লুকিয়ে লেখা
দু’এক ছত্র কবিতা।
–~০০০XX০০০~–