সময়
✍ মৌসুমী মৌ
কথা যখন শীতল হয়ে ভিতর ঘরে
বসত করে, বুকের গহীন শিলালিপির শব্দ ছুঁয়ে রক্ত ঝরে l
চোখের ভাষায় আগুন হয়তো অসময়ে
বৃষ্টি পড়ে! চুপকথারা মনখারাপির নক্সা আঁকে… হয়তো কেবল ফাগুন পারে ফুল ফোটাতে মনের ঘরে l সত্যি পারে ! নাকি কেবল অহৈতুকী !
চুপ হয়ে যাই …
হাওয়ায় ভাসা বিষের ছোবল সহ্য করে,
নিজের মনে আকুল হয়ে ফিরতে থাকি۔۔۔
প্রাচীন কোনও নদীর চরে কিংবা কোনও গহীন বনে লুকিয়ে আঁকি প্রথম শেখা আলতামিরার গুহার গায়ের আদিম ছবি l
আপন মনে …
সেসব দিনে প্রথম জ্বলা আগুন তাপে হৃদয় সেঁকি l নৌকো বানাই…বৃষ্টি এলে
তুমুল ভিজি l ভিজতে থাকি …
তুমিও সেদিন মেঘ চিনতে l
ভিজিয়ে দিতে l
সেসব দিনে বন জ্যোৎস্নায় ভেজা চাঁদের নরম আলোয় বান ডাকতো …
আদিম সুরে ভালোবাসা ডাক পাঠাতো l
অরণ্যচর আদিম পুরুষ এবং নারী প্রথম আলোয় ভেসে সেদিন আলোর নৌকা ভাসিয়েছিল;
আঁধার যুগে আগুন তখন সত্যি ছিল,
অমল আলোয় শুদ্ধ ছিল আদিম ভূমি l
এখন সকাল
সুসভ্যতার চড়া আলোয় খাক হয়ে যাই l
রা কাড়ি না …
–~০০০XX০০০~–