পিয়াসী ভালোবাসা
✍ মৃনাল কান্তি বাগচী
তিয়াসী মনের পিয়াসী ভালোবাসা কখনো মেটেনা,
তাইতো ভালোবাসার আশা জীবনে থামেনা।
জীবন যে ভালোবাসার বড়ই কঙাল,
ভালোবাসা বিহীন হৃদয় যে বেসামাল।
হৃদয়ের কথা হৃদয়ই ছাড়া কেহ নাহি জানে,
যেজন ভালোবাসা হারিয়েছে,সেই জানে ভালোবাসার বিরহ কেমন লাগে মনে।
কৃষ্ণের বিরহে রাধার মনে ছিল যে যাতনা,
যেজন হারিয়েছে মনের মানুষ সেই ছাড়া কেহ বোঝেনা।
বিরহের মাঝে ভালোবাসার থাকে যে আকুতি,
তারা মাঝে খুঁজে পাওয়া যায় সত্যিকারের প্রেমের বিভুতি।
–~০০০XX০০০~–