জীবন তরী
✍ রণজিৎ মন্ডল
মোর জীবন তরী পসরা ভরি
ভাসিল যবে,
সে যে আপনি এসে রইলো বসে,
সঙ্গে যাবে।
সাত সাগরে কোন সে পারে
অচিন দেশে,
কোথায় যাবো কি যে পাবো
কোন সে বেশে!
জীবন তরী বড্ড ভারী অথৈ
জলে,
কেন সঙ্গী হয়ে আমায় নিয়ে
একলা হলে!
উথাল পাতাল সাগর জলে
ভাসিয়ে তরী,
তোমায় নিয়ে বৈঠা বেয়ে
যাত্রা করি।
থাকলে সাথে শুণ্য হাতে
পৌছে যাবো,
অচিন দেশের অচিন গাঁয়ে
রাজা হব।
হঠাৎ কালো মেঘটা এলো
মাঝ গগনে,
গর্জে যে মেঘ ঝড়েরও বেগ
সেই আমফানে।
ডুববে তরী যুগোল পরী
মরবে শেষে,
কেন আপনি এসে মরলে ভেসে
বন্ধু বেশে।
যায় যদি যাক্ নাই কিছু থাক্
ডুববে তরী,
জীবন মরণ সব একাকার
কেন ডরি?
হৃদয় তোমার মনটা আমার
ভয় কিসে আর!
কেন ভালোবেসে মরলে শেষে
সঙ্গী আমার!
–~০০০XX০০০~–