অদেখা আলোয়
✍ ইন্দ্রানী চক্রবর্ত্তী
আকাশে কোথায় তুমি নীরব? রাতের অভিমানী চাঁদ,
এ বুঝি আলো-ছায়ার খেলাঘরে অমাবস্যার রাত।
চারিদিকে শুধু ম্লান বিষন্নতার নিকষ কালো কারা যেন ওই জ্বেলেছে প্রদীপের শুভেচ্ছার আলো।
আলোকমেলায় সেজেছে এ বাস্তবের শহর চোখের তারায় জেগেছে অলীক স্বপ্নের ঘোর।
চেনা শহর লাগছে এ কোন মায়াবী স্বপ্নপুরী!
একলা আকাশ খোঁজে হাজার তারার আলোর বেলোয়ারি।
আলো আর আলোয় ভোরে দাও সাঁঝবেলারই মাটির প্রদীপ!
অনুভবের স্মৃতির পাতায় মন যেন আঁধারী নির্জন দ্বীপ।
হেমন্তিকা ওই হিমেল বাতাস বলে যায় আজ কানে কানে!
দ্বীপ জ্বেলে যাই ওসন্ধ্যাপ্রদীপ প্ৰতি হৃদয়ের কোণে কোণে।
–~০০০XX০০০~–