মোহ ও মায়া
✍ অমিতাভ মল্লিক অমি
নিরাসক্ত নেশার ধুন্ধুবি বাজে
হৃদয়ের বিস্তীর্ণ প্রান্তরে
সবুজ ঘাসের শিকড় সুঁতো
মেলে গুটি পা
লক্ষ্মী দশহরার ফানুস ভেপু
লাঠি পটকার মোহমায়া কাল
টানে আর টানে
আপাতা জঞ্জালের শক্ত শিকল
টানে ছেড়েনা
আরক্ত চোখ আসক্ত গোলাপে
আলাপে বিলাপে ত্রিধা বিভক্ত
ত্রিভঙ্গ পথ ক্রোশ কয় হাঁটা
দিনের অবসানে
মানুষের মন মায়া ঘোরে পরে
যাচ্ছেযাই ছুঁতোয় তীব্র ব্যাকুল
এইতো জীবন- এমনি জীবন
আর নেই মানে
–-~০০০XX০০০~–