মুক্ত বলাকা
✍ মৃনাল কান্তি বাগচী
শূন্য হৃদয়ে শূন্যের পানে চাহিয়া
দেখা হয়নি আকাশকে ভালো করিয়া।
ছুটে চলে আকাশ বলাকা দিগ হতে দিগন্তে
মনের খুশিতে হারিয়ে যায় নিজের অজান্তে।
নেই তাদের গণ্ডীবদ্ধ জীবনের কোন বাঁধন,
পাওয়া না পাওয়ার সত্যি কি আছে তাদের মনোবেদন?
আকাশের অসীমতাকে ভালোবেসে তারা ছুটে চলে,
জীবনের সুখ দুঃখ যায় কি তারা ভুলে?
নীল আকাশের হাত ছানিতে চলে তাদের উল্লাস ও উদ্যমতা,
তা দেখে মনেতে আসে মোর বন্দী জীবনের দুঃসহয়তা।
বলাকার মত যদি আমিও. হতেম স্বাধীন,
থাকতে হতোনা বন্দীত্বের যাতাকলে এমন করিয়া পরাধীন।
বন্দীত্বের দুঃসহ পীড়ন মনকে করে নিপীড়ন,
কারনে অকারণে ভালো লাগেনা আরতো অনুশাসন।
মুক্তি! মুক্তি! কোথায় পাবিরে অবুঝ মন,
সব কিছু হারিয়ে তুই নিজেই গলায় পরিয়েছিস বন্দীত্বের বাঁধন।
আরতো কিছুই করার নেই তোর এ জীবনে,
শুধু শুধু পরিতাপ করে দুঃখ বাড়াসনে মনে।
বলাকার ছুটে চলা দেখে খুঁজে নে মনের উল্লাস,
ক্ষুদ্র মনুষ্য জীবনে করিসনে আর বেশি কিছু আশ।
যা পেয়েছিস তাই নিয়ে থাক সন্তুস্ট,
এর বেশি আশা করলে পাবি শুধু মনোকষ্ট।।।
–-~০০০XX০০০~–