“দুশ্চেষ্টার দুর্নাম “
✍ শিব প্রসাদ হালদার
আস্ফালিত অন্যায় আবদারের অন্তরালে
একি আশ্চর্য অভিসন্ধি!
কার প্রশ্রয়ে হয়েছে ওরা প্রলুব্ধ?
নাকি! দুর্বল ভেবে সেজেছে সবল?
প্রদর্শনে ভীত্ হীন ভীতি।
হুমকিতে করে প্রচার-
“জানিস্ আমরা কে?
পারি অনেক-মানিনা আইন আমরা
বেআইনকে বানাই আইন—-”
অবান্তর অনার্য আহম্মকি আস্পর্ধায়
করেছে অনুচিত অসম্মান।
তবুও, অন্যায়ের কাছে প্রতিপক্ষ হয়নি নত।
“আবদেরে সুপারিশ” প্রবল প্রতিবাদে হয়েছে প্রত্যাখান!
উল্টো অসম্মান অনুভবে,
অস্বস্তির অবিরত আঘাতে খুলে যায়-
অদৃশ্য অনুগত মুখগুলির মুখোশ!
বাহ্যিক বাহাদুরির বেজুত বিভ্রাটে
ওরা হয় বিব্রত।
“কমনের” ধুয়ো তুলে সমনের ভয়ে
চুপি চুপি চুপসে যায়-
দুশ্চেষ্টায় দল পাকানো দুর্জনের দল।
ব্যক্তিগত প্যাসেজের বন্ধ প্রাচীর ভাঙ্গতে গিয়ে
প্রকাশ্যে উঠে এলো নেপথ্যে যাদের নাম,
তারাও পেলনা কিছুই-
শুধু গায়ে মেখে নিল,
সুনাম ছেড়ে-ভুরি ভুরি দুর্নাম!!
○●○●○●○●○●○●○●○●○