তৃষ্ণার্ত
✍ সুতপা সরকার (দিল্লী )
এভাবে হয় না এভাবে হয় না
এত কাছে এসেও নদী সাগরস্নান
সারবে না?
যত সে এগোয় বালিয়াড়ী দীর্ঘায়ত
জলঘড়ির কুলু কুলু আহবান মৃত
স্পর্শ- বিমুখ সাগর ফ্লেমিংগোর উড়ন্ত
ডানা ছোঁওয়া
বিহবল নদী থমকে যাওয়া…
সরে যায় দূরে আরো দূরে
ধরাছোঁয়ার সীমানার বাইরে
ধূ ধূ বালি আর খেজুরের কাঁটায়
রক্তাক্ত পায়
নদী শবরীর অনন্ত প্রতীক্ষায়
কঠিন পাথরের পাঁজরে
নিষ্কাম দূরত্বে
নদী তার জললিপিতে অস্থির
ছটফটায়….
এ কেমন উদাসী সমুদ্রবায়ু
ডেকে এনে তঞ্চকতা
নাকী মন্থনে বিরূপতা?
তবু শোন হে সমুদ্র হে মহান পৌরুষ
নদী জলনিকাশী নালা নয়
নাভীর আখরে তার মাতৃত্বের জৌলুষ
সুপেয় মিঠা জলের মদিরতায়
সৃষ্টি জন্মের ভোরে মুখ ধোয়—–
–~০০০XX০০০~–