“জিলিপিযে বড়ো লাট!
উদরের আটঘাট!”
✍ প্রেমাঙ্কুর মালাকার
শ্রীরামকৃষ্ণ জীবনবোধের
ছিলেন যে সুরসিক;
তাঁর উপমায় তিনি খুলতেন
জীবনের নানাদিক।
উপমায় তিনি সুন্দর ভাবে
বলতেন কতকথা;
তাঁর কথামৃত মুগ্ধ হয়েই
শ্রোতারা শুনতো যথা।
কেশবসেনের বাড়িতে একদা
আকন্ঠভোজ খেয়ে-
বলেন,”সরষে দানা গলবেনা
এখন যে গলা বেয়ে!”
“তবেযে জিলিপি অতিশয় প্রিয়
উদরে ঢোকাতে পারি-
ভিড় পথে গাড়ি, পথ ছাড়ে দেখে,
লাটসাহেবের গাড়ি!”
“আমার উদরে খুব সমাদর
জিলিপিযে বড়োলাট!
রসনার সাথে উদরের আছে
সুনিবিড় আটঘাট!”
ঠাকুর বলেন,”জিলিপি আমার
রসনায় প্রিয়তম ;
ভরাট উদর! জিলিপির পথ
হয়নাতো দুর্গম!”
–-~০০০XX০০০~–