“পদবি ফোটায় হুল!”
✍ প্রেমাঙ্কুর মালাকার
মেয়েরা হামেশা স্বামীর পদবী
লাগাতো নামের শেষে ;
অধুনা রেয়াজ পিতার পদবী
লাগায় পোড়া এদেশে!
শ্রেষ্ঠা নামের বিশ্বাস মেয়ে
বিয়ে ঘটকের ঘরে-
উভয় পদবী রাখতে নাবলো
বিভ্রাট থরে থরে!
‘বিশ্বাস’ আর’ঘটক’ নামের
আধারে পদবী ছক-
বদলে গিয়েছে ‘শ্রেষ্ঠা’ ‘শ্রেষ্ঠ’
হলো বিশ্বাসঘাতক!
শ্রেষ্ঠা এখন ভেবেই পায়না
মোটেও কিনারাকূল;
আধারে বেরুনো নতুন পদবী
সমানে ফোটায় হূল!
–~০০০XX০০০~–