“কবি”
✍ ইন্দ্রানী চক্রবর্ত্তী
কবি তো কবিতা লেখে অজস্র
মনে তার হাজার প্রশ্ন সহস্র।
এ কবিতার কেন হয় উৎপত্তি ?
মনের ঘরে এ কোন ঘোর বিপত্তি ?
সুর তালে মন কি তার হল স্বরলিপি !
হাজার কথা -ব্যাথার এ যে প্রতিলিপি।
তোমরা ভাবো কি সুখী ঐ কবিগণ
মনের ভিতর তাদের যে ছাই চাপা আগুন।
সেই আগুনে কবি -মন জ্বলে ধিক ধিক
আগুনের হোম যঞ্জে তারাই যোগ্য সৈনিক।
ভেবো না অতি সহজ কাজ এই কবিতা লেখা
এ যে মনের ক্যানভাসে জীবনের প্রতিচ্ছবি আঁকা।
কবি তো নয় সংসারের নিয়মের জ্বালে আবদ্ধ কোন যন্ত্র
সমাজের দর্পনে কবি দেয় বেঁচে থাকার মন্ত্র।
কবি রবীন্দ্রনাথ, নজরুল যুগে যুগে লহ মোদের প্রনাম
ক্ষুদ্র এ কবির লেখনীর ভাষায় ফুটে ওঠে যেন দেশবাসীর সম্মান।
–~০০০XX০০০~–