“অনন্ত আশা”
✍ রণজিৎ মন্ডল
অনন্ত সুখের অনন্ত আশা,
শত বেদনায় শত হতাশায়
রেখেছি হৃদয়ে অপার ভালোবাসা।
অশ্রু মুছিয়া মুখে হাসি রেখে,
মরুভূমি সম শুকনো বুকে,
ভালোবাসায় করেছি সরস হৃদয়
রাখিয়া অনন্ত আশা।
কে হল সুখী, কে হল দূখী,
অনুভবে মন ভরিয়া দেখি,
জর্জরিত ঋণে এতো সুখ কিনে
যেটুকু ছিল মাথার উপরে
হারালো জীর্ন বাসা।
যেটুকু আছে হারায় না পাছে
ঋণের দায়ে ভয়ে ভয়ে আছে,
কবে পাবে সুখ দেখিবে ও মুখ
মিটিয়ে সব ঋণ সর্বনাশা।
বেশ তো ছিলে সুখের সাগরে,
দূঃখের ঢেউয়ে এলে তীরে ফিরে,
দেখো নিজ দেশে কত সুখ মেশে
পেয়ে অনন্ত ভালোবাসা।
যে কাছে আসে ভালোবেসে হেসে,
নিমেষে হারাবে মনে রেখো শেষে,
সুখ কয় দূখ্ থাকো তুমি হেথা,
নিলাম বিদায় অন্য কোথা,
নতুন বাসায় মিটাতে অনন্ত আশা।
–~০০০XX০০০~–