“বলা হল না”
✍ রণজিৎ মন্ডল
অনেক কথা ছিল বুকের
পাজরে লেখা,
বলব বলে রেখেছিলাম যতনে
আমারও হয়নি দেখা,
কি যে ছিল তৃষ্ণার্ত বুকের খাতায়
মনের অবক্ত্য বেদনায় মাখা,
তোমাকে আর বলা হল না সে কথা
তুমি যে আজ মরিচীকা!
শুধু মাঝে মাঝে জেগে স্বপ্ন দেখা,
মেঘলা আকাশের বুক চিরে বিদ্যুৎ রেখা।
আলো আঁধারের স্বপ্ন যেন জীবন্ত
বহ্নিশিখা।
তুমি কি জানো সে কথা? হয়তো
জানো কিন্তু বল না,
তোমার গুমোট উষ্ণতা তীব্র ঝড়ে
ফণী কিম্বা আম্ফানের প্রলয়ের মাঝে
তান্ডব হয়ে দেবে দেখা।
জানি একদিন স্নিগ্ধ শীতল শান্ত
প্রেমে সব ক্ষোভ পড়বে ঢাকা।
বলা তো হল না সে কথা আজও
যা বুকের পাজরে লেখা।
তুমি তো রয়ে যাবে, হারিয়ে
যাবো আমি,
অশান্ত মন শান্ত হবে, মিলিয়ে যাবো
তোমার মনের গোপন গুহায়,
চকিত নয়নে চেয়ে রব, খুজে খুজে
অনন্তকাল তোমার স্নিগ্ধ ছায়ায়,
লেখা যা বুকের পাজরের খাতায়
বলব একদিন জীবনের ওপারে
যদি হয় আবার দেখা।
–~০০০XX০০০~–