২০১৯ এর সেপ্টেম্বর মাসে উত্তরবঙ্গ ভ্রমণে গিয়েছিলাম। এবারের সবুজ স্বপ্ন পত্রিকায় ধারাবাহিক ভাবে সেই ভ্রমণ কাহিনী রইল। আশা করি পাঠকদের ভালো লাগবে।
উত্তর বঙ্গ ভ্রমণ (১)
✍ কাকলি ঘোষ
২১/৯/১৯
উত্তরবঙ্গের সবুজ মোহময়। ফিকে, গাঢ়, ঘন, নানা রকম সবুজের সমারোহ পাহাড়ের শরীর জুড়ে। চা গাছের আলপনা আঁকা পাহাড়ী পথ, নীল কুয়াশা মোড়া পাহাড়, মেঘ রোদের লুকোচুরি, তরাই জুড়ে নানা বিভঙ্গে নৃত্যরতা স্রোতস্বিনীর কলতান। বন পাহাড়ের হৃদয় জুড়ে প্রকৃতির বৈভব। যার টানে বার বার ফিরে আসা যায়। যতবারই যাওয়া যায় উত্তরবঙ্গে__ হৃৃদয় পূর্ণ হয়ে ওঠে প্রকৃতির উদার অকৃপণ দানে। শ্রদ্ধায়, মহিমায় নত হয়ে আসে মাথা।
চলেছি উত্তরবঙ্গ ভ্রমণে। আমাদের দ্রষ্টব্য জায়গা গুলি হল__ লাটাগুড়ি, গরুমারা national park, জলদাপাড়া , বক্সা, চালসা, কালীপুর ইকো ভিলেজ , বিন্দু, ঝালং, মুর্তি, সান্তালিখোলা, চিলাপাতা, খয়ের বাড়ি, রাজাভাতখাওয়া, সাম সিং , রকি আইসল্যান্ড, চাপড়ামরি এবং সব শেষে কুচবিহার।
গতকাল অর্থাৎ কুড়ি তারিখ রাত সাড়ে আটটায় শিয়ালদহ থেকে কাঞ্চন কন্যা এক্সপ্রেস চেপে এখন চলেছি এন জি পির পথে। আমাদের উদ্দিষ্ট স্টেশন নিউ মাল জংশন। দুপাশে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেতের মধ্যে দিয়ে ছুটে চলেছে ট্রেন। একটু একটু করে হালকা থেকে স্পষ্ট হচ্ছে দিনের আলো। চোখে স্বপ্ন আর মনে অদম্য দর্শনের অভিলাষ নিয়ে আমরা চলেছি গন্তব্যের পথে। আজ এইটুকু বন্ধুরা। আবার কাল।
(এরপর…ক্রমশ…)
বড় তাড়াতাড়ি শেষ হল । আরো একটু ঘোড়ার ইচ্ছা ছিল । অসাধারণ বর্ণনা