// কাঁটাতার সীমান্ত //
✍ অনিমেষ
আমার একটা ফটোক তোলো,
আমার একটা ফটোক
তোলো না গো,
আমার একটা ফটোক তোলো,
মনের দরজায়
কড়া নাড়ে ছেলেটা /
ধূলো মাখা শরীরে,
সারল্যের আলপনা ভরা
এক মুখ হাসি নিয়ে
সামনে দাঁড়ায়,
রুক্ষ প্রান্তর ছুঁয়ে
গনগনে আঁচে ভরা ইঁটভাটায় /
নদীর বাঁকে বাঁকে
লুকোনো হাজার কথা
জোয়ারের জলে ঢেকে যায়,
ভাঁটায় জাগে চর,
জেগে ওঠে ঘাসবন,
রোদের সখ্যতায়
পলি জমা মাটি থেকে
চিক চিক সাড়া দেয় কথারা /
নদী কথাদের ভীড়ে
সেই সে ছেলের বাস,
দিন কাটে ধূলোখেলা খেলে,
রুক্ষ ইঁটের ছাঁদে
ঢালাও জীবন তার,
নদী ভাঙনের পথে
জীবনের ওঠাপড়া,
চিমনির কালো ধৌঁয়া
ঢেকেছে ভবিষ্যৎ /
এপারের সুন্দরী, গরান,
ওপারের কেয়াপাতার জঙ্গলে
বনভোজনের সাড়া জাগে,
শহুরে বাবুবিবির ভিড় লাগে
প্রকৃতি সঙ্গের লালসায়,
ইছামতি বিদ্যাধরী কালিন্দীর মোহনায় /
নদীর বুকে ভাসে জেলে ডিঙি,
পেট ভরা খিদে নিয়ে
ছেলেটা অবাক চোখে চায়,
রূপকথার দেশের পথে
কাঁটাতার ঘেরা স্বপ্নের সীমানায় //
–~০০০XX০০০~–