“স্মৃতি”
✍ মৃনাল কান্তি বাগচী
যদিও তোমায় পাইনি আমি সারা জীবন ধরে
তবুও তোমার তরে মোর ভালোবাসা যাইনি এখণও মোরে।
ভালোবাসা কখনো মরেনা
তাইতো ভালোবাসার ইচ্ছাটা আজীবন যায়না।
সতেজ,সবুজ পাতা,ঝরে যায় যখন কোন কারনে,
তার যে বেদনা, তা বৃক্ষই জানে।
বৃক্ষের সেই বেদনা,নীরবে সহে বৃক্ষ,
যে জন হারায় আপনজন, সে জনই জানে কতটা তার দুঃখ।
সুখ, দুঃখ যদিও জীবনে আপেক্ষিক,
মুখেতে বলা যতটা সহজ,বাস্তব জীবনে নয় তত স্বাভাবিক।
অকূল পাথারে পড়ে,জীবন যখন মোর অতিষ্ঠ,
তোমার স্মৃতি স্মরিয়ে,তোমার ভালোবাসায় হই নিবিষ্ট।
অশান্ত হৃদয়ে সান্ত্বনা খুঁজতে হই যখন দিশেহারা,
তোমার আমার ভালোবাসার স্মৃতির মাঝে মন আমার ডুবে হয় পাগল পারা।
নিত্য দিনের কাজের মাঝে যখন তোমার স্মৃতি মনে পড়ে,
ডুব সাগর ডুবে আমি হাতরে বেড়াই সুখের ঘরে।
পাই খুঁজে সেথায়,অতীত দিনের অনেক গাথা,
যা আমায় ভুলিয়ে দেয়,বাস্তবের অনেক ব্যথা।
তবুও সে যে স্মৃতি কথা,
নেই সুযোগ আর তোমায় বলা হাজারো কথা।
সুখ, দুঃখ নিয়ে মনুষ্য জীবন,
এই ছাড়া,নেই সান্ত্বনা মোর এখণ।।।
——— ++++++++ ———-