“শূণ্য বুকে”
✍ রণজিৎ মন্ডল
হারানো পথে নিঝুম রাতে
খুজেছি যারে চাঁদের বুকে,
আধখানা চাঁদ আবছা আলোয়,
কত পাহাড় নদীর মাঝে,
রয়েছে চেয়ে পরম সুখে।
স্বপ্ন আমার যাকে নিয়ে,
সেই যে কবে গেছে হারিয়ে,
নতুন আশায় রাত জাগি হায়,
ডুবলে ও চাঁদ হারাবে কোথায়
আমাকে রেখে নিথর দূখে।
বাতাস যদি ঝড় হয়ে বয়,
কত আপন পর হয়ে যায়
চাঁদের আলোয় স্বপ্ন দেখে।
স্বপ্ন মায়ায় আলো ছায়ায়,
শুকনো মুখে নয়ন ধারায়,
হারানো পথেও থমকে দাঁড়ায়,
আসলো বুঝি পাহাড় ভেঙে
ভঙ্গুর মনে পাথর বুকে।
এ কোন খেলায় মেতেছো বল,
নীরবে নয়নে অশ্রু ঢালো,
কাঁদিয়ে হারাও চাঁদের আলো
আঁধার পথের অনন্ত দূখে।
নয়তো আমার নয়তো তোমার,
চাঁদেই রয়েছে চাঁদের পাহাড়,
এই ভূবনের শীতল ছায়ায়
নিওগো মোরে শূণ্য বুকে।
–~০০০XX০০০~–