“বৃক্ষনিধনে ক্ষতি ! পরিবেশে আনে অতি !”
✍ প্রেমাঙ্কুর মালাকার
কৃষ্ণের নামে বৃক্ষনিধনে
ক্ষতিযে অপরিসীম –
মানাতো যাবেনা বলে সোচ্চারে
ন্যায়ালয় সুপ্রিম!
পূর্তবিভাগ ইউ.পি.চাইলো
গাছকাটা অনুমতি –
দু’হাজার নশো চল্লিশ গাছ
খুনে পরিবেশে ক্ষতি!
সুপ্রাচীন সেই গাছ ভরা আছে
কতোনা পাখির নীড়-
আচমকা সেই গাছ কেটে দিলে
পাখি হবে মুসাফির।
শুধুতাই নয় বৃক্ষ জোগায়
বাতাসে অক্সিজেন ;
ওদের কাটলে দূষণে বাড়বে
কারবনে লেনদেন।
মথুরার থেকে সড়ক যোজনা
‘কৃষ্ণ -গোবর্ধন’-
হাজার হাজার গাছ কেটে দিয়ে
কেন এই আয়োজন?
বিশাল বিশাল সুপ্রাচীন গাছ
প্রাণীদের বান্ধব-
ওদের কাটার কোন প্রয়োজন?
ওরা বেঁচে থাক সব!
–~০০০XX০০০~–