“আলোর দিশারী”
✍ নান্টু চক্রবর্ত্তী
বহু যুগ পরে নিশীথ আঁধার ফেটে হয়ে গেল চৌচির আলোর মশাল জ্বালায়ে তোমরা আকাশে তুলেছো শির
তোমার এসেছো কর্মমুখর যেন ফুটন্ত সকাল
দুঃখের রাত্রি আধাঁরে মিলায়ে হেসেছে পুবের ভাল
যেথায় শুধুই ছিলো জিঘাংসা, ছিলো ক্ষমতার বেদনা
তোমরা এসেছো দুহাত বাড়ায়ে, বলেছো সবারে কেঁদোনা।
এসেছো তোমরা সকলের মাঝে জ্বালাতে আলোর অক্ষি
তাইতো তোমরা সত্য প্রহরী সংস্কৃতির রক্ষি
তোমরা খুলেছো বন্ধ দুয়ার শিল্প হৃদয় মন্দির
চোখের জল আজ মুছে গেছে যত বেদনা রুদ্ধ বন্দির।
তোমাদের পাশে আমিও এসেছি মেলাতে সে সুর ত্রিলোক
যে সুর মেলাবে তোমাতে আমাতে পরাবে বিজয়তিলক।।
–~০০০XX০০০~–