“হনন-কথা”
✍ প্রবীর ভৌমিক
প্রসন্ন কার্তিকে আসে মেঘের গ্রন্থনা
ভূমিকাও বলা যেতে পারে – অঘ্রানের।
কেননা তেমন হিম পড়েনি এখনো।
তালবান্দার দিকে ছুটে যায়
লন্ঠন সর্বস্ব ভ্যান একুশ শতকে।
মনে হয় কেউ বসে আছে
যেন এক প্রতিষ্ঠান
যেন এক তৃষাতুরা নগর-নটিনী।
সুরা নিয়ে বসে থাকে
বসে থাকে উন্মাদতা নিয়ে।
ভিতরে দুয়ার খুলে যায়
নীল মশারীর কারুকাজ বিস্তারিত হয়।
তুমি এক দণ্ডিত আসামী
স্বাধীনতা প্রিয় তুমি, স্বেচ্ছাচার প্রিয়।
তোমারে দু’দণ্ড শাস্তি দিতে পারে
প্রধান যৌনতা, শকটভ্রমণ।
তালবান্দার দিকে ছুটে যায়
অন্ধকার চিরে লন্ঠন সর্বস্ব ভ্যান
এমনকি একুশ শতকে।
–~০০০XX০০০~–