“সব দোষ তোমার”
✍ মোহাম্মদ আল্লারাখা
তুমি যা ভাবো
তাইই ভাবো
আমি পারলাম না
স্থির থাকতে
নিজেকে সামলাতে
তোমার ঐ হাসি মুখে
চুমু দিলাম
স্মুচ নিলাম
তুমি রাগ করবে?
কর, কী হবে?
তুমি মারবে?
ধাক্কা দিয়ে
সরে পালাবে?
ছাড়বো না কিছুতেই
দোষ তো তোমারই
কেন এমন আবেশ
ছড়িয়ে দিলে মনে
এমন ভালবাসা দিলে
এই তৃষিত জীবনে
এমন মোহিনী হাসি
কেমন করে
না ভালোবাসি
কেমন করে
না কাছে আসি
কেমন করে
না প্রেমে ভাসি?
সব দোষ
তোমার তোমার তোমার
আমি অসহায় একটি
ছোট্ট ঝোপ
ভেসে চলা
প্রবল স্রোতে
কচুরিপানার।
–~০০০XX০০০~–