“শুভ ক্রিস্টমাস”
✍ সুমান কুণ্ডু
————————–
আজ দিনটা বড়
কেকের যোগাড় কর
যিশুর জন্মদিনে
সান্টাক্লজ কিনে,
সাজাও ঘর
সাজাও শহর
আজ দিনটা বড়।
পিকনিকের আয়োজনে
সকলের প্রয়োজনে
ফোটাও হাসি
দুঃখী মাসির,
শীতে সব জড়সড়
আলোয় রাস্তা ভর
আজ দিনটা বড়।
ঘোচাও মনের কালো
সবার হবে ভাল
পালিয়ে যাবে অতিমারি
ছাড়বে সকলে বাড়ি
শুভ ক্রিস্টমাসে
ডিসেম্বর মাসে
এসো শপথ করি
হাতে হাত ধর
আজ দিনটা বড়
আজ দিনটা বড়।।
–~০০০XX০০০~–