“মৃত্যুহীন”
✍ নান্টু চক্রবর্ত্তী
কে তুমি দেখাও মরনের ভয় ? আমার মৃত্যু নেই
আমার আমিরে চিনেছি যে আজ, পরম সত্য সেই।
কে তুমি দেখাও রক্তচক্ষু ? মরণের শিঙা বাজায়ে
শ্মশানের ঘরে বাসররাত্রি যাপন করি যে সাজায়ে।
কে তুমি বাজাও করতাল কানে ? মরণের কলরোল
সাগরপাড়ের ঝঞ্জা আসিয়া – দাও গো মরণ দোল।
কে তুমি গোপনে কথা কও কানে ? নিশীথ গোপনচারী ?
মরণ পাত্র বয়ে চলো তুমি, ক্ষুধাতুর হে ভিখারী।
আমার তো কোন মৃত্যু নেই গো, আমি অনন্ত ভূমা
অসীম কালের মরণের স্রোতে, এ দেহ যে ছাই ধূমা।
তাইতো তোমারে করি আহ্বান, এসো হে মরণ-দেবতা
আমার চিতার আমি হৃত্বিক, আমিই প্রধান হোতা।।
–~০০০XX০০০~–