// মুক্তির অপেক্ষায় //
✍ অনিমেষ
হৃদয়ের গোপন গুহায়
ভালবাসার নিভু নিভু আগুনটাকে
আর একটু নয় উস্কে দাও /
গোটা পৃথিবীটাই আজ
নিজেদের আঁকড়ে ধরা
সুখ-স্বপ্নের স্বার্থ কোটরে
এক অদ্ভুত শীতঘুমে আচ্ছন্ন /
মানসিক দুরত্বের বরফ চাঙড় ভেঙে
ওদেরও জড়তা কাটাতে
ভালবাসার নরম ওম আর
পাশে থাকা বন্ধুত্বের আশ্বাসের
উষ্ণ স্পর্শ সঞ্চার চাই /
দেখো শীত পেরোনো বসন্তের মতো,
বদলাবে ফের দুনিয়াটাই /
বর্তমানের কঠিন সময়ের বাঁকে
তারার মশাল জ্বেলে
ধাপে ধাপে পেরোয় জীবন /
তোমাকে আমাকে ভেবে
জ্বলন্ত বারুদ স্তুপ,
সভ্যতার পথ বদল,
চারিপাশে দানা বাঁধে ভয়,
চোখে চোখে ইশারা, মনে সংশয় /
আরও বুঝি বাকি আছে মৃত্যু মিছিল,
সামনে গহীন আঁধার, পথ পিচ্ছিল,
নাকি রাতের শেষ সীমান্তে জ্বলবে আলো,
দেখা যাবে মুক্তির নতুন উপায় ?
দিন ফুরায়, রাত ফুরায়,
অপেক্ষায় অপেক্ষায় //
–~০০০XX০০০~–