“উত্তরণ”
✍ পার্থসারথী চট্টোপাধ্যায়
হত্যা নয়কো, অধিক এ কোপ
কেটেছে ছন্দ-তাল,
মৃত্যুমুখর পল্লী ঘিরেছে
শহরের কঙ্কাল ৷
সূর্যাস্তের আঁধারে জেগেছে
প্রবল দুঃসময়
শতাব্দী জুড়ে নিরন্ন শব,
মৃত্যুর বিস্ময়।
স্তব্ধ পৃথিবী, ফুসফুসে তার
তীব্র সংক্রমণ
মৃত্যুমিছিল ক্রমশ দীর্ঘ,
দুরূহ উদ্বোধন।
তবুও বৃষ্টি নেমেছে, ফুলের
চমকে ফুটেছে হিরে
শ্রান্ত পাখিরা বাসায় ফিরেছে
আলোকরশ্মি ঘিরে।
কালের গভীরে এ যাত্রাপথ,
পাথেয়চিহ্ন কোথা?
গানের স্পর্শে জেগে জেগে ওঠে
মানুষের সভ্যতা।
—০০০::XX::০০০—
অনবদ্য!
রইলো শুভ বড় দিনের শুভে!!
আপনাকেও আমাদের পত্রিকার সবার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন 💐💐💐