“আগডুম বাক্ ডুম”
✍ বুলবুলি
আগডুম্ বাগডুম্ ঘোড়াডুম সাজে
পথ চলেছে নিজের কাজে
আমি কেবল মুখোস সেঁটে
গুয়া, পান দিয়ে মুখে
আইকম্ বাইকম্ ভাবছি বসে।
ঢাক ঢোল কাঁসর বাজে
রাজা এল আমার কাছে
কাল রাজার বউ ভাত
দিতেই হবে বাজিমাৎ
হাতে নিয়ে টাকার ঝুলি
যেতেই হবে কমলা ফুলি
পালিয়ে যদি বাঁচতে চাস
চলে যাবি পগার পার৷
খই পয়সা জোগাড় রাখ।
দরবার যেন হয় না মিস
রাজার নম্বর ৪২০।
পথ বলেছে আমি আছি
উপায় সদাই সঙ্গে রাখি
ভয়ের চোখে হলুদ ফুল
রঙ্গ দেখে যাদব কুল।
আইকম্ বাইকম্ চরৈবেতি
চরৈবেতি…. চরৈবেতি…..
আঁকা বাঁকা চলছে মিছিল
হাতে নিয়ে মোমবাতি।
–~০০০XX০০০~–