“অহংকার”
✍ ডঃ রতনশ্রী ভিক্ষু
এত অহংকার কিসের?
অর্থ আছে,বিশাল বাড়ী আছে
সঙ্গে গাড়ীও আছে
সুন্দরী বউ আছে
বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীও আছে—
শুধু নেই শিক্ষার ব্যবহারিক প্রয়োগ
কথা বলার সৌন্দর্য নেই
চলনে স্বচ্ছতাও নেই
তবুও অহংকার,
যা সঞ্চয় আছে তার ভোক্তাও নেই
অহংকারের উৎসমূল আমি-আমার।
আমিত্ত ব্যক্তিকে গর্বিত করে
তাতে ব্যক্তির বদান্যতা বর্দ্ধিত হয় না
অথচ নিয়ত ঈর্ষা ব্যক্তিমনকে দলিত করে
তবুও ব্যক্তি বুঝতে চায় না
এসবে তার লাভ নেই, বরং ক্ষতিই হয়।
অহরহ আমার ধন, আমার পুত্র, আমার বাড়ি
এমন অহংকার, এমন গর্ব
জানতে পারে না অশেষ দুঃখ
তাড়া করেই বেড়ায় তাকে
এই করে একদিন রক্তমাংসের দেহ ফেলে
পরলোকে পাড়ি জমায়,
কিন্তু অহংকারের তো ক্ষয় নেই
তা তো জন্মান্তরের সঙ্গী হয়েই রয়ে গেল।
–~০০০XX০০০~–
ধন্যবাদ
খুব ভালো লাগলো
রইলো শুভ কামনা
আরও নতুন লেখার প্রত্যাশায় রইলাম